নিউজসুপার: :আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।
আর এই নির্বাচনকে কেন্দ্রিক করে সমগ্র বীজপুরের রাজনৈতিক মহলে নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি জল্পনাও বিস্তর তুঙ্গে।
ইতিমধ্যেই পাপন ঘোষ তৃণমূলের অন্যতম কর্মী তিনি জানান,যে “হালিশহর পৌরসভার ভাইসচেয়ারম্যান রাজা দত্তর হাত ধরে অশোক সেন ১২নং ওয়ার্ড বাসিন্দা গতকাল বিজেপিতে যোগদান করলে,আজ তিনি পুনরায় পাপন ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করেন,বিজেপিতে যোগদানের কারন স্বরূপ পাপন ঘোষ বলেন,অশোক সেন কে বাড়িতে ইলেকট্রিক লাইন ঠিক করে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়।আজ অশোক সেন সেই ভুলটি বুঝতে পেরে পাপন ঘোষের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন”।