নিউজসুপার,তানিয়া কুন্ডু: বিদ্যার দেবী বাগদেবীর আরাধনায় যখন সকল রাজ্যজুড়ে পালিত হচ্ছে, সেই অবস্থানে দাঁড়িয়ে বাদ নেই হালিশহর। আজ হালিশহর ৮নং ওয়ার্ড বালক সংঘ ক্লাবে সাড়ম্বরে পালিত হল সরস্বতী পূজা।
উক্ত পুজোর উদ্যোক্তা ছিলেন সকল বালক সংঘ ক্লাবের আয়োজক কর্তারা।তারা সকলে মিলে মিশে এক সর্বাঙ্গীন রূপ দেয়।
মায়ের আরাধনায় উপস্থিত হয়েছিলেন হালিশহর বাসীর সকলের কাছের মানুষ হালিশহর পৌরসভার পৌরপ্রধান অংশুমান রায়,সকলের প্রিয় যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই),৭নং ওয়ার্ড বাসুদেব সাহা,৮নং ওয়ার্ড পৌরমাতা বন্যা তালুকদার,১নং ওয়ার্ড কাউন্সিলর কানুলাল সরকার এবং সমাজসেবক দেবাশীষ পাল।এছাড়াও দলের সকল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উক্ত অনুষ্ঠানে।
বালক সংঘের আয়োজকদের পক্ষ থেকে হালিশহর পৌরপ্রধান এবং যুব নেতাকে পুষ্পস্তবক দিয়ে সন্মাননা জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌরপ্রধান অংশুমান রায় জানান,উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই আপ্লুত এবং এর সাথে সকল মানুষকে সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তাও জানান।
অপরদিকে যুব নেতা শুভঙ্কর ঘোষ সকলকে বাগদেবীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত কর্মীবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।