নিউজসুপার, কৌশিক ঘোষ: : বাইক সহ তিন বাইক চোরকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল রহিম ওরফে বিট্টু- হাতিচিত্রা, ভিকি শেখ- নতুন বাজার, রাম কর্মকার -পাহাড় ঘাঁটি। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জ থানার গাজিনগর আমবাগান ও রাম কর্মকারের বাড়ি থেকে মোট দুই জায়গা থেকে ৬টি বাইক ও
বাইক চোরদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হচ্ছে। বাইক চোরাচালানকারীর মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে।