নিউজসুপার,তানিয়া কুন্ডু:- বিজেপিতে এবার একেবারে নতুন চমক,বিপ্লব চট্টোপাধ্যায় কে আশা করি সকলেরই মনে আছে।
চলচ্চিত্র জগতের তার ভিলেনের অভিনয় সকলেরই মন কেড়ে নিয়েছে।
যদিও সিনেমা জগতের পাশাপাশি বিপ্লব চট্টোপাধ্যায় সিপিএম সমর্থক হিসেবে পরিচিতি ছিলেন সবার মাঝে।
এবার তার পদার্পন একেবারে বিজেপি দলে।
সূত্রের খবর অনুযায়ী, আজ বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার হাত ধরে বিজেপি শিবিরে যোগদান করলেন বিপ্লব চট্টোপাধ্যায়।
এই মুহুর্তে তাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ অর্থাৎ (বিসিপি)সংগঠনের পরামর্শদাতা রূপে তদারকি করবেন।