নিউজসুপার,তানিয়া কুন্ডু:এই প্রথমবার লোকপাল হিসেবে নির্বাচিত হল কোনো বাঙালি।
উল্লেখ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস পিনাকী ঘোষ প্রথম লোকপাল হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।আগামী সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
বর্তমানে পিনাকী বাবু একজন মানবাধিকার কমিশনের সদস্য।২০০৭ সালে তিনি অবসর প্রাপ্ত হন।
দেশের কোণে আমলাতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ৫ বছর আগেই লোকপাল আইন নিয়ে সিদ্ধান্ত হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশ পাচ্ছে প্রথম লোকপাল।
আর এই প্রথম লোকপাল কমিটির চেয়ারম্যান হলেন কোনো বাঙালি।
সাংসদ, নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার করবেন তিনি।
বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষকে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি।
২০১৩সালের আইনি নির্দেশ অনুযায়ী কমিটির একজন চেয়ারপারসন থাকবেন।অন্যান্য সদস্যরাও থাকবেন তবে ৮ এর অধিক নয়।
বাঙালি হিসেবে পিনাকী বাবুর লোকপাল হিসেবে মনোনয়ন বাঙালি জাতি ও সমগ্র বাংলাকে এক গর্বের আসনে অধিষ্ঠিত করল।