নিউজসুপার: :রাজ্য জুড়ে এখন সমগ্র রাজ্যবাসীর একটাই আতঙ্ক সেটি হল ফনি আতঙ্ক।
ইতিমধ্যে ফনি তার রুদ্রমূর্তি ওড়িশা উপকূলবর্তী পুরীতে তান্ডব চালানো শুরু করে দীঘাতে প্রবেশ করেছে।
সূত্রের খবর অনুযায়ী, মাঝরাতে আমাদের বঙ্গে অর্থাৎ কলকাতার দিকে ধেয়ে আসছে।সূত্রের খবর অনুযায়ী,ফনির গতিবেগ ৭০ থেকে ৭৫ এবং এর থেকে খুব বেশি হলে ১০০গতিবেগ থাকবে ঝড়ের ।সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
অপরদিকে এই নিয়ে মানুষের কাছে সঠিক বার্তা দিতে আমাদের নিউজসুপার প্রতিনিধি তানিয়া কুন্ডু, বীজপুরের নতুন ভারপ্রাপ্ত আধিকারিক(আই সি)অভিজিৎ বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান,”আমি এই ফনি ঝড়ের বিষয়ে অবগত,আপনাদের মাধ্যমে জনসাধারণের জন্য বলতে পারি আমি এবং বীজপুর প্রশাসনের সমস্ত আধিকারিক ও পুলিশ প্রশাসন বীজপুর বাসীর সঙ্গেই আছি,তাদের যে কোনোরকম সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আমরা সর্বদা সচেষ্ট,আর এই নিয়ে আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই”।
নিউজসুপার এর পক্ষ থেকেও সকল দর্শকদের জন্য কিছু সতর্ক বার্তা রইল
১:কোনোরকমের কোনো গুজবে কান দেবেন না
২:ঝড়ের সময় বাড়ির দরজা জানালা বন্ধ রাখবেন।
৩:বাইরে থাকলে কোনো গাছতলা বা ভঙ্গুর বাড়ির নীচে আশ্রয় নেবেন না।
৪:হাতে সর্বদা টর্চলাইট,মোমবাতি ও দেশলাই নিজের সুরক্ষার্থে হাতের কাছে রাখবেন।
প্রয়োজনে প্রশাসন ও রাজ্যসরকারের হেল্পলাইন নম্বর ১০৭০ তে যোগাযোগ করুন।