নিউজসুপার,তানিয়া কুন্ডু:- বর্তমানে দূষণের মাত্রা যে হারে বেড়ে চলেছে তাতে মানবজীবনে ব্যাঘাত তো ঘটছেই,পাশাপাশি দূষণের কু-প্রভাব পড়ছে জনজীবনে।
দূষণের মাত্রা বাড়ার অন্যতম মুখ্য কারণ হল প্লাস্টিক।
আর এই প্লাস্টিকের কখনো নিঃশ্বেস হয় না।তাই একে নির্মূল করাটা দুস্কর।
প্লাস্টিকের অপব্যবহার কমাতে পাশাপাশি দূষণের মাত্রা রোধ করতে নৈহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্লাস্টিক বন্ধের লক্ষ্যে নৈহাটির সমস্ত বাজার গুলিতে আজ পাটের থলে বিতরণ করার কর্মসূচি গ্রহন করা হয়।
আজ নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জী সহ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা নৈহাটি শহর যুব তৃণমূলের সনৎ দে ।এছাড়াও নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের একত্রে আজ নৈহাটির সমগ্র গরুর ফাঁড়ি বাজারে পাটের থলে বিতরণ করেন।
পাশাপাশি মানুষদের প্লাস্টিকের অপব্যবহার ও প্লাস্টিকের দূষণ মাত্রা সম্পর্কে মানুষকে জনসচেতন করা হয়।