নিউজসুপার : – ছোটো থেকেই ইন্দিরা ছিলেন তেজস্বী। কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেননা, ছিলেন কর্মঠ।
ভারতের প্রথম অদ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর জন্ম হয়।
১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীত্ব পদ সামলান। ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর তার হত্যার আগের দিন পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব পদ সামলান ইন্দিরা গান্ধী।
প্রতি দিনকার মতো সেই দিনটি আজও অক্ষত , প্রথমেই ইন্দিরা সকালে উঠে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে স্কুলে যাওয়ার আগে ঠাকুমা ইন্দিরার কাছ থেকে আদরের চুম্বন নেয়।
সকাল ৯.১২ নাগাদ বাগানে হাটা শুরু করেন ইন্দিরা। ১ সফদরজঙ্গ রোড আর ১ আকবর রোডের মাঝে যে গেটটি ঠিক সেখানেই নিরাপত্তারক্ষীদের সামনে যেতেই পরপর ৩৬ টি গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দিরা। ইন্দিরার সঙ্গে ছিলেন নারায়ণ সিং যিনি ছাতা ধরেছিলেন ইন্দিরার মাথায়,তিনি ততক্ষনে চিৎকার করে ওঠেন। কিন্তু ততক্ষনে সব শেষ পরে ছিল ইন্দিরার নিথর দেহ। তাই আজকের দিনটি তার প্রয়ান দিবস উপলক্ষে সমগ্র রাজ্যব্যাপী চলছে শ্রদ্ধার্ঘ্য।
পাশাপাশি সকল রাজনৈতিক উচ্চ নেতৃবৃন্দরাই টুইট বার্তার মাধ্যমে তাঁর প্রয়ান দিবসে শ্রদ্ধা জানান।
নিউজসুপারের পক্ষ থেকেও সেই প্রিয়দর্শিনী মহিয়সী নারীর জন্য রইল বিনম্র শ্রদ্ধার্ঘ্য।