নিউজসুপার ,তানিয়া কুন্ডু : -পুলিশ প্রশাসন আমাদের এই অসম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছেন।
তাদের কথা মাথায় রেখে কল্যাণী টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ মুখার্জী আজ পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কল্যাণী থানার আই সি সাহেবের হাতে সাবান,স্যানিটাইজার, ও কিছু মাস্ক প্রদান করেন।
এই বিষয়ে অরূপ মুখার্জী জানান, ” যে সকল মানুষরা দিবারাত্র পরিশ্রম করে নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করে চলেছেন, আমাদের ও কর্তব্য সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো তাই এটা আমাদের ছোট্ট একটি প্রয়াস “।