নিউজসুপার,তানিয়া কুন্ডু:শেষমেশ ভারতীয় সেনারা বুঝিয়েই দিলেন তাদের ওপর আক্রমণ হানলে তারা ছেড়ে দেবার পাত্র নন।
পুলওয়ামায় ভারতীয় কনভয়ের ওপর জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাতে আজ ভোর ৩.৩০নাগাদ বালাকোটে জইশ ই মহম্মদের মূল ঘাঁটিতে ঢুকে ভারতীয় বায়ুসেনার নিরজ ২০০০ বিমানের দ্বারা প্রায় ১০০০বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হল বলে সূত্রের খবর।
ভারতীয় সেনার এই যুদ্ধজয়ের ফলে প্রায় শোরগোল সারা দেশ জুড়ে,অপরদিকে পাকিস্তান স্বীকার করেছেন যে তাদের ওপরে হামলা চালানো হয়েছে।
আর কিছুক্ষণের মধ্যেই যদিও প্রেসকোনফারেন্সের মাধ্যমে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হবে।
তবে সবশেষে ভারত মাতার জয়,ভারতীয় সেনা জওয়ানদের জয় নিউজ সুপারের পক্ষ থেকে।