নিউজসুপার, তানিয়া কুন্ডু : – রাষ্ট্রপতি এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ,বিহার ত্রিপুরা ও নাগাল্যান্ড নিয়োগ করা হয়েছে নতুন রাজ্যপাল।
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকর বর্তমান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির স্থলাভিসিক্ত হবেন।
কে এই জগদীপ ধনকর ?
জগদীপ ধনকর ১৯৮৯-৯১ লোকসভার সদস্য ছিলেন।
রাজস্থানের ঝুনুঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের টিকিটে
জয়ী হয়েছিলেন।
পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন।
৬৮ বছর বয়সী জগদীপ ধনকর রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষাজীবন শেষ করেন।
১৯৮৯ সালে জননেতা দলের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ,মন্ত্রীও হন।পরবর্তী নির্বাচনে অবশ্য আর জয় হাসিল করতে পারেননি তিনি।
জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী।