নিউজসুপার : – নৈহাটি মামুদপুর এলাকায় দেবকের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।
ঘটনায় মোট আহত ৫ জন ,ইতিমধ্যে ৪ জন মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাশাপাশি এলাকাবাসীদের মতামত অনুযায়ী ওই বাজি কারখানায় অবৈধভাবে ভাবে বাজি বোমা বানানো হতো। আজকের এই ঘটনার পর কারখানার মালিক নূর হোসেন পলাতক।
আজ সকাল ১২ টা নাগাদ ঠিক এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে,তারপরই ঘটনাস্থলে আসে নৈহাটি পুলিশ ও দমকল বাহিনী ।
গোটা এলাকায় এখন থমথমে পরিস্থিতি যদিও বা অনেকেরই অভিমত ওই এলাকায় বেশিরভাগ মানুষ এইসমস্ত বাজি কারখানায় কাজ করে তারা সংসার চালায়।