নিউজসুপার : – নৈহাটির বাসিন্দা তৃণমূল কর্মী উমেশ সিং (কাউ) এর ওপর বিজেপির কর্মী সমর্থকেরা হামলা চালানোর প্রতিবাদে আজ নৈহাটিতে সুবিশাল পদযাত্রা আয়োজন করা হয়। উক্ত পদযাত্রাযায় প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের অবজার্ভর ও সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীও পা মেলান উক্ত পদযাত্রায়।বীজপুর ছাড়াও নৈহাটি বিধানসভাতেও চলছে সুবোধ অধিকারীর ম্যাজিক,লোকমুখে সেই কথাই শোনা যাচ্ছে।