নিউজসুপার : – নৈহাটির রামঘাট এলাকায় প্রবল বিস্ফোরণ।
বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে এই দুর্ঘটনা।গত কয়েকদিন ধরে চলছিল এই বাজি নিষ্ক্রিয় প্রক্রিয়া।
মোট ৩ লরি বোঝাই বাজি আজ নিয়ে আসা হয়।
বিস্ফোরণের কম্পনে কেঁপে ওঠে নৈহাটি এলাকা সহ চুঁচুড়া ।
চন্দননগরের সিপি কে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ।পুলিশের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় মানুষের অভিযোগ এই ঘটনায় বহু বাড়ি ঘরের ক্ষয় ক্ষতি গ্রস্থ হয়।
অপরদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বারাসাতে ক্ষতিগ্রস্তদের রিভিউ করার পর রাজ্যসরকার ক্ষতিপূরণ দেবে বিষয়টি নিয়ে নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিককে দেখতে বলেন,কাল থেকে শুরু হবে রিভিউ ডি এম কেও বলেন সুপ্রিমো।
ঘটনার তদন্তে ইতিমধ্যে ফরেন্সিক দল পাঠানো হয়,কি কারণে এই ঘটনা ঘটে তার তীব্রতা এত বেশি থাকার মূলত কি কারণ খতিয়ে দেখবেন তারা।
এলাকায় মোতায়েন পুলিশ,গোটা এলাকায় এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।