নিউজসুপার,তানিয়া কুন্ডু :- বিশ্ববরেণ্য তথা স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্বাধীন চেতনার সৈনিক,নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৩ তম জন্মদিবসে সারা দেশ ব্যাপী এই মহান মানবের স্মরণে মননে পালন করে চলেছেন।
তারই মাঝে সেই মহীরুহর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মেতে উঠল কাঁচরাপাড়া বাবু ব্লকের ১,২,৩ নং ওয়ার্ড।
সকাল বেলা জাতীয় পতাকা উত্তোলনের শুভারম্ভের মধ্য দিয়ে,বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে, সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়।
গোটা অনুষ্ঠানটির পরিচালনায় বলাকা ক্লাব।অপরদিকে সৌরভ দে সরকার (তনু) তিনি জানান,” আমি নিজেও একজন ছাত্র পরিষদের অন্যতম সদস্য হিসেবে মনে করি ,নেতাজি নিজেও সর্বদা প্রতিবাদী আন্দোলনের সাথে যেভাবে ভারতবর্ষকে এক নতুন রূপরেখার পাশাপাশি নতুন তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবতেন।সেখানে আজকে আমাদের বলাকা ক্লাবের পক্ষ থেকেও এই ছোট ছোট পড়ুয়াদের নিয়ে নেতাজির আদর্শকে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস”।