নিউজ সুপার:সারা রাজ্যবাসী যখন ভালোবাসার দিবস পালনের আনন্দে আত্মহারা সেই আনন্দ নিমেষে নিরানন্দে পরিনত হয়।
হঠাৎ জানা যায় অবন্তীপোড়ার সিআরপিএফ এর জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা ঘটনাক্রমে ৪২ জন জওয়ান নিহত হয়।
এরকম এক মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মর্মাহত গোটাদেশব্যাপী মানুষ। তারই জেরে চলছে চারিদিকে মিছিল,প্রতিবাদ,আন্দোলন।
আজ নবোদয় সংঘে রাজু বিশ্বাসের নেতৃত্বাধীনে নবোদয় সংঘের সকল সদস্যবৃন্দরা আজ শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলিত করে শহীদদের স্মরণে প্রার্থনা জানায় ও শোকপালন করে।