নিউজসুপার : :আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রিক করে সকলেই ভোটের প্রচারে ব্যাস্ত।
কল্যানীতে ১৮নং ওয়ার্ড পাশাপাশি অসিত মোড়েও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হল।
উক্ত পথসভায় মূল বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব পার্থ মুখার্জী।
উক্ত সভায় পার্থ বাবু তার বক্তৃতায় যে বিষয়বস্তুটি তুলে ধরেন সেটি হল”১৪সালে মানুষকে বিভ্রান্ত করে বিজেপি ক্ষমতায় এসেছে,মানুষকে ১৫ লক্ষ টাকা দেবে রাম মন্দির করে দেবে ওই সকল প্রতিশ্রুতি সকল কিছুই মিথ্যে।কোনোটাই এখনো পর্যন্ত বাস্তবিক ঘটেনি।এরই পাশাপাশি পার্থবাবু বলেন সিপিএম যখন ৩৪বছর ক্ষমতায় ছিল শ্রমজীবী মানুষের কাজ করে দেবে বলেছিল,বিধান রায়ের আমলে যত শিল্প ছিল সেই শিল্প গুলোকে ধ্বংস করে দিয়ে চলে গেছে।হসপিটাল শিক্ষা সেগুলোর উন্নয়নের বদলে ২লক্ষ টাকা দেনা করে চলে গেছে সিপিএম সরকার”।উক্ত সভায় মানুষের ভিড় উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।