নিউজসুপার,কৌশিক ঘোষ:শুভেন্দু অধিকারী সভা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা। মৃত এক, জখম ৩০।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের সভা থেকে ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হল একজনের জখম হলেন প্রায় ৩০জন। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কালি চরন ঘোষ (৪০), বাড়ি বড়ঞা থানার মামদপুর এলাকায় । স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে বড়ঞা বিধানসভার ডাকবাংলো হাটে তৃণমূলের নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী জনসভা থেকে ফেরার পথে ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়কের উপর বড়ঞা থানার তারাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর উল্টে যায়, ট্রাক্টর উল্টে গেলে জখম হন প্রায় ৩০জন। এদের সকলের বাড়ি তারাপুর ও মামোদপুর এলাকায়, আহতরা সকলেই ট্রাক্টর করে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে ছিলেন। আহতদের সবাই কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য ।ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপুর্ব সরকার।