নিউজসুপার, কৌশিক ঘোষ: : অনুপনগরের বলিগ্রাম অঞ্চলের সরকার পাড়া গ্রামের ঘটনা । স্থানীয় তৃণমূল মেম্বার রেখা বিবি এর স্বামী কামরুল শেখের বিরুদ্ধে ভোট দিয়ে নেওয়ার অভিযোগ করে কংগ্রেস কর্মীরা কিনতু এই ঘটনা অস্বিকার করে তৃণমূল নেতৃত্ত। এবার তৃণমূল কর্মীদের কথাই কংগ্রেস কর্মীরা ঝামেলা করছিল তাদের বারণ করতে যাওয়ায় তৃণমূল কর্মীদের মার ধর করা হয়। ঘটনায় কংগ্রেস কর্মী আবুল কালাম পিয়ারুল শেখ এর পেটে চাকু মারা হয় । ও আরেক জন কংগ্রেস কর্মীর মাথা ফাটানো হয়। এবং তৃণমূল কর্মী লাল মোহাম্মদ শেখ – মাথা ফেটেছে
তাহাজুল শেখ – মাথা
মনিরুল ইসলাম – পায়ে আঘাত করা হয় । তাদের সকলকেই নশিপুর প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিক্সার পর ছেড়ে দেওয়া হয়,কিন্তু গুরুতর আহত অবস্থায় কংগ্রেস কর্মী আবুল কালাম পিয়ারুল শেখ কে লালবাগ মহুকুমা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে মারা যায় পিয়ারুল সেখ।