নিউজসুপার ,তানিয়া কুন্ডু : – নৈহাটি দেবকের বাজি কারখানায় যে প্রবল বিস্ফোরনের ঘটনা ঘটে তাতে রীতিমতো আলোড়ন ফেলে দেয়।
উক্ত ঘটনায় বহু বাড়িঘর লোকজনের ক্ষতিগ্রস্থ হয়।সেদিকে থেকে রাজনৈতিক তরজাও ওঠে প্রবল।
নৈহাটি থানার ওসি সহ পুলিশ অধিকারিকদের ট্রান্সফার করানো হয়।
আজ নৈহাটি দেবকের বাজি কারখানায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেদের রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের একটি চেক প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে সামিল ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শ্রী মনোজ কুমার ভার্মা ,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক প্রায় ১৫৬ টি পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।