নিউজসুপার, কৌশিক ঘোষ: :নওদা বিধানসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেস প্রার্থী সাহিনা মমতাজের সমর্থনে ভোট প্রচারে বীরভূমের তারকা প্রার্থী শতাব্দী রায়।এদিন নওদার মধুপুর থেকে চাদপুর পর্যন্ত হুডখোলা জিপে করে ভোট প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন প্রার্থী সাহিনা মমতাজ, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সহ অন্যান্য নেতা কর্মীরা।