নিউজসুপার : – এবার বিজেপির নদীয়া জেলার বড়সড় ভাঙ্গন ধরতে চলেছে।
আর কিছু সময়ের অপেক্ষা মাত্র।
আমাদের নিউজসুপারের পর্দায় আমাদের প্রতিনিধি তানিয়া কুন্ডু একটি সংবাদ পরিবেশন করেছিল,যেখানে কল্যাণীর নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি বিপ্লব (সজল) দে তাকে তৃণমূলে যোগদানের প্রশ্ন করা হলে বলেন,” বিজেপিতে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল বলে এখন অনুভব করছি “।
আজকে কল্যানীতে প্রায় হাজার খানেক নিজের কর্মী সমর্থকদের নিয়ে সজল বাবু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যোগদান করতে চলেছেন তৃণমূল শিবিরে।
উপস্থিত থাকছে উক্ত অনুষ্ঠানে শংকর সিং ও অরূপ মুখার্জী ও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা।
এর প্রভাব কতটা পড়বে কল্যানীতে তৃণমূল শিবিরে তবে কি জনস্রোতের ঢেউ আবার আসতে চলেছে এখন সেটাই দেখার,সাধারণ মানুষ কি চাইছেন।