ড নিউজসুপার, কৌশিক ঘোষ:সকাল সকাল ভোট প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সোমবার সকাল ৯টা নাগাদ ভোট প্রচারে অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস ও অন্যান্য নেতা নেতৃত্ব। মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন বহরমপুরে হরিদাসমাটি অঞ্চলের শশ্মান ঘাট সংলগ্ন এলাকা থেকে পায়ে হেঁটে জমিদারি হয়ে চালতিয়া রঘুনাথতলা পর্যন্ত যায়।