নিউজসুপার::লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কা ট্রাক্টরের ট্রলিতে। মৃত দুইজন ব্যক্তি , আহত অপর দুই ব্যক্তি। শনিবার সকাল ৮.২০নাগাদ, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার ওমরপুর এলাকায়। এদিন লেভেল ক্রসিং এ ঢুকে পড়ে একটি ট্রাক্টর। সেই সময় শিয়ালদহ গামী একটি ট্রেন ধাক্কামারে ট্রাক্টর টিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ট্রেন আসার মুহুর্তে কিভাবে লেভেল ক্রসিং এ ট্রাক্টর ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌছেছে রেজিনগর থানার পুলিশ। মৃতদের বাড়ি রেজিনগর থানার দাদপুর এলাকায়।