নিউজসুপার, কৌশিক ঘোষ: :বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার এন এইচ ৩৪ রতনপুর এলাকায় মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ অপর জনের নাম তৈয়ব আলী বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর শেখ বাজার থেকে বাড়ি ফেরার পথে ও তৈয়ব আলী মাঠ থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এন এইচ ৩৪ রতনপুর প্রায় ৩০মিনিট অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখায় সাগরদিঘী থানার পুলিশ এসে অবরোধ তোলে।