নিউজসুপার, কৌশিক ঘোষ:মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী বদরুদ্দোজা খানের অভিনব প্রচার। টোটো নিয়ে প্রচার চালায় জনসংযোগ বাড়াতে। এই অভিনব প্রচার শুরু করে ষষ্ঠী তলা,চাঁদের পাড়া,সাহেব রামপুর, মধুবোনা,চোঁয়াপাড়া, জলঙ্গী বাজার,গৌরিপুর,গ্রাম এলাকা ঘুরে হুকাহারায় এই অভিনব টোটো নিয়ে প্রচার শেষ করে। মানুষের উন্মাদনা দেখে জেতার জন্য আশাবাদী তিনি।