নিউজসুপার, তানিয়া কুন্ডু: চলে গেলেন ক্ষিদদা ,১৯৫৯ সালে ‘ ‘অপুর সংসার’ থেকে পথ চলা শুরু ।
প্রথম জীবনে একটি রেডিও স্টেশনে কর্মজীবন শুরু ।
টানা চল্লিশ দিনের লড়াই ,মাঝে মাঝে চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন এই ৮৫ বছর বয়সেও।কোভিড এনস্থ্যালোপ্যাথি থেকে বের করা সম্ভব হয়নি,যেটা জানতে পারে গেছে। ১২.১৫ তে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।
বেলভিউ নার্সিং হোমে ইতিমধ্যে বেলভিউতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,পুলিশ কমিশনার আলাপন বন্দোপাধ্যায় প্রত্যেকে পৌঁছেছেন।কন্যা পৌলমির সাথে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বেলা 2টো নাগাদ হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে গল্ফ গ্রীনের বাড়িতে বিকেল ৫.৩০ এর পর গান স্যালুট দিয়ে তাঁকে শেষকৃত্য জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
পরিবার সহ অভিনয় জগতে শোকের ছায়া।
কিন্তু তার স্মৃতি আমাদের প্রত্যেকের মনে থাকবে আমরা কেউ ভুলবো না আমাদের অপরাজিত অপুকে।
নিউজসুপারের পক্ষ থেকে আমরা জানাই তাঁর(সৌমিত্র চট্টোপাধ্যায়) প্রয়াণে গভীর শ্রদ্ধার্ঘ্য এবং সমবেদনা তাঁর পরিবারের প্রতি ।