নিউজসুপার : -দুর্গোৎসব শেষ হতে না হতেই দীপাবলী নিয়ে মাতোয়ারা আপামর রাজ্যবাসী।পাশাপাশি রয়েছে ছটপুজোর আমেজ।
আর রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখার আর এক দায়িত্ব বর্তায় পুলিশ প্রশাসনের ওপর।
আজ নৈহাটির ঐকতান মঞ্চে প্রশাসনিক একটি বৈঠক হয়।
উক্ত বৈঠকে ছট পূজো এবং কালীপূজো নিয়ে আলোচনা সভা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জী ।
পুলিশ প্রশাসনের দিক থেকে উপস্থিত ছিলেন খানবাহালে উমেশ গণপাত (এডিসিপি), অনুপম চক্রবর্তী (আই. সি নৈহাটি) এবং অন্যান্য পুলিশ আধিকারিক।
এছাড়াও নৈহাটি পুরসভার কাউন্সিলররা ছিলেন।
আলোচনা সভায় মূলত কালীপূজো ও ছট পূজোকে কেন্দ্রীভুত করে সাধারণ মানুষ সহ জনপ্রতিনিধিদের কিছু নিয়মানুবর্তিতার আলোচনা করা হয়।