নিউজসুপার, তানিয়া কুন্ডু:আধ্যাত্মিকতার দিক দিয়ে হিন্দুরা ঈশ্বরের প্রতি প্রবলভাবে সমর্পণশীল।
পুরাণে যতই কাহিনী কথিত আছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দুদের নামই উঠে আসে।
আর বাঙালীরা উৎসবে আনন্দে মেতে থাকতে একটু বেশি মনোগ্রাহী,সে যে কোনো বিষয়ই হোক না কেন।
আজ চৈত্র মাসের মা দুর্গার নবমী পূজা পাশাপাশি শনিবার শ্রী রামের পরম ভক্ত বজরঙ্গবলীর পূজার্চনায় মন্দিরে মানুষের ঢল।
আর এতসকল পুজোর শুভ অনুষ্ঠানকে কেন্দ্রবিন্দু করে হালিশহর বলাকা শিশু মহল প্রতি বছরের ন্যায় এবছরও নেমে পড়েছে চৈত্র নবমীর শুভ দিনে বজরঙ্গবলীর আরাধনায়।
সকাল থেকেই সমস্ত নির্ঘন্ট মেনে ফুল,মিষ্টি,ধূপ দ্বীপ প্রজ্বলিত করে মহাসারম্বরে চলছে পুজোর আয়োজন।আজ পূজো সম্পন্ন হওয়ার পর কাল রাতে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণের জন্য থাকবে প্রসাদ গ্রহণের ঢালাও ব্যবস্থাপনা।
উক্ত পূজানুষ্ঠানটির মূল উদ্যোগপতি হলেন,হালিশহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই) এবং সহযোগীতায় তার ছোটভাই পাপন ঘোষ।এছাড়াও বলাকা শিশু মহলের অন্যান্য সদস্যবৃন্দ সকলেই মিলে মিশে অনুষ্ঠানটিকে প্রতি বছর পালন করে থাকেন।
এ বিষয়ে শুভঙ্কর বাবু (সোনাই)জানান,”বিগত ৪-৫বছরের তাদের এই পূজো ক্রমানুসারে হয়ে চলেছে,মূলত এই পূজো মানুষের মধ্যে এক মেলবন্ধন ও শান্তির বার্তা গড়ে তোলার প্রয়াসেই তাদের এই কর্মসূচিটি রূপায়িত হয় এবং প্রায় হাজার দেড়েক মানুষ পূজো সম্পন্ন হওয়ার পর প্রসাদ গ্রহণের জন্য আসেন।এই সমস্ত কিছুই নির্বিঘ্নে বলাকা শিশু মহল পরিচালিত করে আসে”।