নিউজসুপার:আজ সন্ধ্যা নাগাদ চাকদাহ সেন্ট মেরি স্কুলের সামনে থেকে একজন বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে ‘রিলিফ রেসকিউ ইউনিট অফ ইন্ডিয়া ‘ নামে একটি সমাজসেবী সংস্থা।
মহিলাকে উদ্ধার করে জানা যায় তিনি মহারাষ্ট্র গারবার নন্দন গাদ্দার বাসিন্দা।তাকে প্রশ্ন করলে তিনি বলেন,দুটি যুবক তাকে ট্রেনে তুলে চাকদাহ স্টেশনে ছেড়ে দিয়ে যায় তারপর থেকে তিনি এই স্টেশন চত্বরেই দিন গুজরান করছেন।
যদিও মহিলাকে ‘রিলিফ রেসকিউ অফ ইন্ডিয়ার’ সদস্যরা উদ্ধার করে প্রথমে চিকিৎসাধীনের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চাকদাহ প্রশাসনের তরফেও যোগাযোগ করা হয়।যদিও প্রশাসন এই বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছে বলে এই মুহুর্তের সূত্রের খবর।
আমাদের নিউজ সুপারের তরফ থেকেও সকল দর্শকদের জানানো হচ্ছে যদি কোনো ব্যাক্তি এই মহিলার পরিচয় ও ঠিকানা দিয়ে মহিলাকে তার সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। এটি একটি সামাজিক দায়বদ্ধতার দিকে তাকিয়ে নিউজ সুপারের আবেদন।
যোগাযোগ মাধ্যম-9332320205