নিউজসুপার, কৌশিক ঘোষ: :কান্দিতে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী অপুর্ব সরকার ।
চতুর্থ দফায় নির্বাচন আগে শেষ মুহূর্তে রাজনৈতিক প্রচার তুঙ্গে। শুক্রবার সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপুর্ব সরকার রোড শো করে ভোটের প্রচার করলেন।কান্দি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করলেন অপূর্ব সরকার ।হুড খোলা জীপ করে দলীয় কর্মীদের সাথে নিয়ে ও কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় কে সাথে নিয়ে এদিন এই নির্বাচনী প্রচার করলেন অপূর্ব সরকার ।