নিউজসুপার, তানিয়া কুন্ডু: :গ্রীষ্মের তাপদাহের পারদ যেভাবে বেড়ে চলেছে,তাতে মানুষের নাজেহাল দশা।অপরদিকে ফনির প্রভাবে এ রাজ্যে ইতিমধ্যে বৃষ্টিপাত হতে শুরু করে দিয়েছে।
আসন্ন লোকসভা ব্যারাকপুর আর কয়েকদিনের অপেক্ষা।ইতিমধ্যে বীজপুর থানায় প্রায় ৬৪ জন পুরুষ হোমগার্ড ও ২০জন মহিলা হোমগার্ড মোট ৮৪ জনের টিম আসে বীজপুরে।
গতকাল রাতে পুরুষ হোমগার্ডরা কাঁচরাপাড়া কলেজে রাত্রিবাস করেন।আজ সকাল ৯.১৫ নাগাদ মুজাহার আলী নামে এক মধ্যবয়সী হোমগার্ডের স্ট্রোকে মৃত্যু ঘটে,খড়গ্রাম থানা থেকে তিনি বীজপুর থানায় এসেছিলেন।খড়গ্রামের বাসিন্দা ছিলেন মুজাহার আলী।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্রীষ্মের প্রবল তাপদাহের জেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে ওই হোমগার্ডের।
মৃতদেহ এখন কল্যাণী জে এন এম হাসপাতালে রাখা হয়েছে।
এরূপ ঘটনায় শোকমহলের বাতাবরণ তৈরি হয়েছে।