নিউজসুপার, কৌশিক ঘোষ: :গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম মেনুকা বিবি (১৯)।ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার ছয়ঘরী দক্ষিণপাড়া এলাকায়। বছর খানেক আগে প্রেম করে বিয়ে হয় ছয়ঘরী হাজাম পাড়া এলাকার রিপন সেখের সাথে। রিপন সেখের বাবার বাড়ির লোকজন এ বিয়ে মেনে না নেওয়ায় মেনুকার বাবার বাড়িতেই থাকতো রিপন সেখ ও তার স্ত্রী বলে জানান এলাকাবাসী। ওই গৃহবধূ নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়। এদিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । খুনের অভিযোগে রিপন সেখ কে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ। কি কারণে খুন করল এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। খুনের অভিযোগ অস্বীকার রিপন সেখের।