নিউজসুপার, তানিয়া কুন্ডু: – ” বিশ্ব পিতা তুমি হে প্রভু,আমাদের প্রার্থনা এই শুধু”।
হ্যাঁ আজকে গুড ফ্রাইডে এ যেন এক নতুন পৃথিবী মানুষ দেখছে।কারণ আজকের দিনে বিজ্ঞান এবং ঈশ্বর এক হয়ে গিয়েছে।
যেই গুড ফ্রাইডে তে চার্চে দেখা যেত নানান রঙের আলো প্রভু যীশু ও মাতা মেরির সামনে বসে এক মোমবাতি প্রজ্বলিত করে সারারাত প্রার্থনা।
সেখানে আলো তো জ্বলবে কিন্তু জনমানস শূন্য।
এখানেও থাবা করোনার ,নিস্তার দিল না প্রার্থনার ক্ষেত্রেও তাই আজ সমস্ত চার্চের বিশপরা ঘোষণা করেন যে সকলে যার যার নিজ নিজ বাসগৃহ থেকে প্রভুকে তারা স্মরণ করবেন।
এর সাথে সাথে চার্চের করা প্রার্থনা ইউটিউবের মাধ্যমে সম্প্রচারন করা হবে।
এই শর্তাবলী ও নিয়ম মানুষ মেনে নিয়েছেন মৃদু হাসিমুখে।
সমগ্র ১৩০ কোটি ভারতবাসীর মানুষের মধ্যে যারা খ্রীস্ট ধর্মাবলম্বী তারা প্রভুর কাছে তাদের সকল প্রার্থনার মধ্যে অন্যতম একটি প্রার্থনা এটিও থাকবে ,’ হে প্রভু এই মহামারীকে তুমি ধ্বংস করো’।
আমরাও আশাবাদী আমরা সকলে মিলে হারাতে সক্ষম হবো করোনা নামক শত্রুকে।