নিউজসুপার : -১৯৪৮ – মহাত্মা গান্ধী, ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী নেতা। তার জন্ম- ১৮৬৯ সালের ২ অক্টোবর। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয়। ভারত সরকারিভাবে মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করে। ভারতে প্রতিবছর ২ অক্টোবর ‘গান্ধী জয়ন্তী’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
৭২ বছর পেরিয়ে গেছে কিন্তু তাঁর প্রতি মানুষের শ্রদ্ধা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি পালন করা হয় রামলীলা ময়দান থেকে বেলেঘাটা গান্ধী আশ্রম পর্যন্ত্য পায়ে পায়ে চলতে দেখা যায় অগণিত মানুষ।
বাম নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য মাননীয় বিমান বসু , সুজন চক্রবর্তীও ছিলেন।
কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তাপস ঘোষের নেতৃত্বে কংগ্রেসের কর্মকর্তারাও এই শ্রদ্ধা জ্ঞাপনে সামিল ছিলেন।