নিউজসুপার: :পথ দূর্ঘটনায় মৃত্যু এক, আহত এক। মৃতের নাম মহারাজ পণ্ডিত (২৩)। এক ব্যাক্তির।রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ে লরি এবং মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় একজনের ও এক জন কে গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় মৃত ব্যক্তির নাম রাজু পণ্ডিত আরেকজনের নাম সঞ্জয়। বন্ধু সূত্রে খবর তারা গরমের কারণে ৩৪নং জাতীয় সড়কে ঘুরতে বেরোয় আর তাতেই বিপত্তি ঘটে।