নিউজ সুপার:নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ফুলবাড়ি এলাকায় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনার প্রভাব ঘটে।রাজনৈতিক ক্ষেত্রেও বিস্তর জল্পনার রেশ চলে।তারই প্রভাব পরে আজ বীজপুর অঞ্চল জুড়ে।
আজ কাঁচরাপাড়া স্টেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ট্রেন অবরোধের মাধ্যমে তাদের বিক্ষোভ দেখান।এই অবরোধে বীজপুরের যুব কনভেনর সুজিত দাস ,চেয়ারম্যান সুদামা রায় সকলে উপস্থিত ছিলেন এবং তারা তৃণমূল দলের পক্ষ থেকে পুরোপুরি সমর্থন জানান।অপরদিকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী খোকন বণিক তিনিও তার দলীয় কর্মীদের নিয়ে পথসভার মাধ্যমে এই অবরোধে যোগদান করেন এবং সামিল হন।সব মিলিয়ে বীজপুর জুড়ে এক টানটান উত্তেজনার প্রভাব রয়েছে।