নিউজসুপার, তানিয়া কুন্ডু : – মোবাইল সহ অন্যান্য গ্যাজেটের যুগ মানুষ হচ্ছে আরো আধুনিক।
সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে মানুষ এখন শিখেছে প্রতিবাদের ভাষা,কোনো অন্যায় হতে দেখলেই মানুষ এখন তার মুঠো বন্দি ধরে থাকা ফোনের সৌজন্যে অনেক বড় রকম অন্যায়কে রুখতে পারে।
কিন্তু এই শুভবুদ্ধি কি সকলেই ব্যবহার করেন? একেবারেই না।
এরকম অনেকেই আছেন যারা এই সকল গ্যাজেটের অপব্যবহার করেন।আর তাদের শায়েস্তা করার জন্য বসে আছে ন পুলিশ প্রশাসন।
বীজপুর পুলিশ আই. সি ত্রিগুনা রায় তার তত্ত্বাবধানে কুলিয়াপাড়া ছোট ছোট শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় খাতা পেন তুলে দেওয়া হয়।
পাশাপাশি বিভিন্ন সোশ্যাল সাইটের অপব্যবহার করা নিয়ে সতর্ক বার্তা এবং সোশ্যাল ক্রাইম নিয়ে সচেতনতা নারীদের সুরক্ষা ব্যবস্থা ,বাল্যবিবাহ রোধ সকল বিষয়ে আলোকপাত করলেন আই. সি ত্রিগুনা রায়।
এছাড়াও করোনা একেবারে যেহেতু যায়নি তাই নিজ নিজ জায়গা পরিস্কার রাখা মাস্ক স্যানিটাইজেশন করা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাস্ক বিতরণ করা হয়।