নিউজসুপার, কৌশিক ঘোষ: :কান্দি বিধানসভার উপ নির্বাচন বিজেপি ভোট প্রচার। বৃহস্পতিবার দুপুরে কান্দি বাজারে বিধানসংঘ ক্লাবে কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সনত মন্ডল সমর্থনে কান্দি টাউন বিজেপি পক্ষ থেকে কর্মী সভা আয়োজন করা হয়। এদিনের এই কর্মীসভা তে বিভিন্ন বুথের কর্মীরা উপস্থিত ছিলেন। তবে জযের ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত বলে আশা প্রকাশ করেন সনত মন্ডল ।