নিউজসুপার: :কান্দি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী গৌতম রায় এর সমর্থনে কান্দি হ্যালিফক্স ময়দানে জনসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিদায়ী বিধায়ক অপূর্ব সরকার। এদিনের সভা থেকে অধীর চৌধুরী কে আক্রমণ করে বলেন জেলার কোন উন্নয়ন করেননি তিনি।