নিউজসুপার : – চতুর্থ দফার লকডাউন ,করোনা আবহ যেখানে বহু মানুষ কর্মহীন হয়ে দিন গুজরান করছেন।
এরই মধ্যে বীজপুরে ব্যবসায়ী সমিতির ১নং ইউনিট তৃতীয় দফার লকডাউন মাঝামাঝিতেই আমাদের নিউজসুপার চ্যানেলে আমরা লাইভ সম্প্রচার করেছিলাম যেখানে কিনা ১নং ইউনিট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট প্রত্যেকেই নিয়ম মাফিক শুক্রবার থেকে দোকান খোলা যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছিলেন কিন্তু বাস্তবিক তা ঘটেনি।
যদিও কিছু কিছু ব্যবসায়ীরা আমাদের জানান তারা সেই নিয়ম অনুযায়ী দোকান খুললে তাদের কিন্তু দোকান খুলতে দেওয়া হয়নি।
পরবর্তীতে আমরাও যোগাযোগ করে নতুন ভাবে নিয়মের ক্ষেত্রেও ঠিক সেই পুরোনো নিয়মের মত ভোল পাল্টে যাবে নাতো জানতে চাইলে , অরুণ আগরওয়াল ভাইস প্রেসিডেন্ট জানান,” মিউনিসিপ্যাল ই.ও সাহেবের মত অনুযায়ী নিয়মে কিছু বিধিনিষেধ মানা হয়েছিল, কিন্তু জুন মাসের ১ তারিখ থেকে সরকার এবং কেন্দ্রের সবরকমের নির্দেশিকা মেনে সমস্ত দোকান খোলার নির্দেশ আছে বলে জানান,এবার দেখার বিষয় নতুন এই নির্দেশিকায় নতুন কোনো নিয়ম জুড়ছে কিনা। এর সাথে কে বা কারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ওপর কিছু ব্যবসায়ীদের ব্যাতিব্যস্ত করে তুলতে চাইছে এর পিছনে মূল কান্ডারি কারা সেই বিষয়ে এবার সতর্ক প্রায় সকলেই।