নিউজসুপার :- লোকসভায় গণনার ফলে গেরুয়া শিবিরের যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল তা বলাই বাহুল্য ।
কিন্তু অপরদিকে শাসক দলও তার একচুল জায়গা ছাড়তে নারাজ।
জনসংযোগ যাত্রার প্রতি দৃষ্টি নিক্ষেপ করার নির্দেশ দেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পথে নামতে হয় তৃণমূল দলের সকল নেতৃবৃন্দর,কার্যত তারা মঞ্চে সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নেয় তাদের ভুলত্রুটি। নিজেদের ভুল সংশোধন করে নেওয়ার কথাও তারা জনগণকে দেন।চলে প্রচার যাত্রা বিভিন্ন ইস্যু ও দাবিদাওয়া নিয়ে চলে সভা মিছিল।ইতিমধ্যে চলে ” দিদিকে বলো ” জনসংযোগ যাত্রা।
সেই প্রচার যাত্রায় অনেকটাই সাফল্য ও সন্তুষ্টি পাচ্ছেন শাসক দল। বিশেষত এর মধ্য দিয়ে তারা মানুষের কাছে এন আর সি সহ কেন্দ্রের বিভিন্ন ইস্যু মানুষের মধ্যে তুলে ধরছেন।
কল্যাণীর ১৭ নং ওয়ার্ডে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুপ মুখার্জীর (টিঙ্কু) নেতৃত্বে করা হল ” দিদিকে বলো “।
প্রথমে তারা এলাকাবাসীদের একজায়গায় সম্মিলিত করে তাদের সুবিধা অসুবিধার কথা শোনে।
এরপর প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা অভাব অভিযোগ শোনে ।সহযোগিতায় ছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান ও অন্যান্যরা।