নিউজসুপার : – ইতিমধ্যেই বঙ্গে থাবা বসিয়েছে নোবেল করোনা।আর কোরোনা মোকাবিলায় নেমেছে গোটা স্বাস্থ্য দপ্তর।
এবার সেই নোবেল করোনা কে হাতিয়ার করে পথে নেমেছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি।
ডাক্তারি পরামর্শ নিয়ে করোনা ভাইরাস এর মোকাবেলা করুন, অযথা আতঙ্কের সৃষ্টি না করার আরজি নিয়ে পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ
যেখানে দেখা যাচ্ছে সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্কের ছায়া, নদীয়া জেলার হরিণঘাটা শহরে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সচেতন মূলক প্রচার লিফলেট এর মাধ্যমে। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রাকেশ পারুই বলেন, “করোনা ভাইরাস নিয়ে বাজে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে ডাক্তারি পরামর্শ নিয়ে সচেতন থাকার বার্তা পৌছে দিচ্ছি। মানুষকে বিজ্ঞানের উপর বিশ্বাস রাখার আবেদন জানাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি দেশজুড়ে বিজেপি নেতৃত্বরা যেভাবে সাধারণ মানুষকে গোমূত্র পান করার কথা বলছে এর থেকে পরিষ্কার বিজ্ঞান ও ডাক্তারদের উপর বিজেপি নেতৃত্বের কোন আস্থা নেই। তারা এক-একজন নিজেদেরকেই বড় বড় বিজ্ঞানী মনে করে। বর্তমানে দেশের মানুষ বুঝতে পারছে না যে কোন ভাইরাসের সাথে আগে লড়াবে। বিজেপি ভাইরাসের সাথে নাকি করোনা ভাইরাসের সাথে”। সাধারণ মানুষের জন্য একটা বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা আপনাদের পাশে ছিল আছে থাকবে। কুসংস্কারে বিশ্বাস না করে। বাংলার উন্নয়নের সরকারের উপর বিশ্বাস রাখুন-আস্থা রাখুন। এরকমই মত পোষণ করলেন রাকেশ পাড়ুই।