নিউজসুপার : – করোনা আবহের পাশাপাশি দোসর উমপুন।বর্তমানে এই দুই ধাক্কা গোটা রাজ্যবাসীকে এক হিমশিম পরিস্থিতির মধ্যে মানুষকে ফেলে দিয়েছে।যদিও বা ভারত সরকার এবং রাজ্য সরকার তাদের সকল বাদানুবাদকে দূরে রেখে বর্তমানে মানুষের পাশে সাহায্যের ক্ষেত্রে বেশি সচেতন।
লকডাউন শব্দটি থাকলেও এখন অনেকক্ষেত্রেই শিথিলতা প্রদান করা হয়েছে।
এরই মধ্যে বহু মানুষের কর্মসংস্থানের তাগিদে রুজিরোজগারের তাগিদে তাদের কিন্তু ঘরের বাইরে না বেরোলেই নয়।
সেদিকে তাকিয়েই আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৪/৬/২০২০ ঠিক সকাল ৭.৩০ মিনিট নাগাদ প্রাইভেট এ.সি ২৫ সিটের ট্রাভেলার বাস চালু হতে চলেছে।
প্রথমে এই বাস ছাড়া হবে কাঁচরাপাড়া থানা মোড় থেকে হালিসহর, পরবর্তীতে রামকৃষ্ণ মোড় ,নৈহাটি বাস টার্মিনাস, ওয়্যারলেস মোড়,এবং বেলঘড়িয়া এয়ারপোর্ট হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত।
অপরদিকে সেক্টর ফাইভ থেকে ৫.৩০ এ বাস ছাড়বে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে।