নিউজসুপার : – লকডাউন যখন সকল কিছু নিস্তব্ধতায় ,সেই মুহূর্তে ক্ষুধার্ত ,দীনার্ত মানুষের পাশে সহযোগিতার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন গুলিকে।
আজ কাঁচরাপাড়া ১,২ ও ৩ নং ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে করা হয় কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।
উক্ত উদ্যোগে মূল কান্ডারি ছিলেন সৌরভ দে সরকার (তনু) ।
মূলত আজকের এই কর্মকান্ডতে
রেল হাসপাতাল, হার্নেট স্কুল,ইন্ডিয়ান স্কুল ,ট্রাফিক পুলিশ অফিস ও বাস স্ট্যান্ড গুলিতে এই জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়।
সৌরভ দে সরকার (তনু) জানায়,” এই অসমকালীন পরিস্থিতির মধ্যে গোটা রাজ্য বাসী যখন বিপদের সম্মুখীন তখন ঘরে বসে থাকা যায় কি করে,তাই আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্যর সহযোগিতায় আমরা এই জীবাণুনাশক স্প্রে এলাকার বিভিন্ন স্থানে ছড়ানোর পাশাপাশি, দুঃস্থ মানুষদের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দিই “।