নিউজসুপার , তানিয়া কুন্ডু : – ২০২০ এক অবিস্মরণীয় সাল,যা মানুষের প্রত্যেকের মনে দাগ কেটে যাবে।
কারণটা আর ব্যাক্ত করে লেখার অবকাশ বোধ করি না বড়।
বরং এই করোনা নামক ব্যাধিটি আমাদের মানবজাতির মধ্যে এক স্বাস্থ্য বিধি নিয়মের বড় শিক্ষা বলে বোধ করা যেতে পারে।
কিন্তু যে সকল মানুষ গুলো স্যানিটাইজ কি কোনোদিন শোনেইনি জানেইনা বা জানার প্রয়োজন বোধ করে না আজ সেই সকল মানুষের মধ্যে সচেতনতার পথ দেখালেন বীজপুর পুলিশ।
আজ বীজপুর পুলিশ ভটপুকুর নামক এলাকাতে গিয়ে সেখানকার মানুষের মধ্যে শুধু মাস্ক বিলি করেই থেমে থাকেননি,এলাকার স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে সেখানে স্থানীয় অধিবাসীদের মধ্যে করোনা আবহের মধ্যে স্বাস্থ্যে বিধির সচেতনতা,বারংবার হাত ধোয়া পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মাস্ক ব্যবহার প্রতিটি বিষয়ে সজাগ করলেন বীজপুর পুলিশ।
সক্রিয় ভূমিকায় ছিলেন বীজপুর আই. সি. ত্রিগুনা রায় এবং সহযোগী ভূমিকায় ছিলেন প্লেন ক্লথ (পি.সি. পার্টি) ইনচার্জ অফিসার তাপস ধাড়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা ।