নিউজসুপার, তানিয়া কুন্ডু:
বসন্ত অতিবাহিত হয়ে যাওয়ার পর থেকে গ্রীষ্মের তাপপ্রবাহ যেভাবে বেড়ে চলেছে,ঠিক তার অপরদিকে ভোটের পারদ বেড়েই চলেছে।
আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে কর্মীসমর্থকেরা সকলেই ভোটের ময়দানে নেমে ভোট প্রচারে ব্যাস্ত।
আজ কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত ২২,২৩ ও২৪নং ওয়ার্ড যৌথ সম্মেলনে ক্ষুদিরাম পল্লীর অন্তর্গত বাগদি পাড়ায় এক কর্মীসভার আয়োজন সম্পন্ন হল।
উক্ত কর্মীসভায় বীজপুরের স্বনামধন্য বিধায়ক মাননীয় শুভ্রাঙশু রায় মহাশয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়,২৪নং ওয়ার্ড পৌরপিতা অশোক মন্ডল এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মূলত উক্ত কর্মীসভা,আসন্ন লোকসভা নির্বাচনে এবারের ব্যারাকপুর কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়ের সমর্থনে এই সভার আয়োজন।
আমন্ত্রিত বক্তারা সকলেই সাধারণ মানুষকে তাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন পোষন করেন।
বীজপুর বিধায়কও ব্যারাকপুর কেন্দ্রের মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে পাথেয় করে তাঁর বক্তব্যে পোষন করলে,মানুষের করতালিতে ভরে যায় এবং এর থেকেই অনুমান করা যায় মানুষ বীজপুর বিধায়ক শুভ্ৰাঙশু রায়ের বক্তব্যে সন্তুষ্ট।
উক্ত কর্মীসভায় মানুষের ভিড় ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।