নিউজসুপার,তানিয়া কুন্ডু:”কে তুমি নন্দিনী,আগে তো দেখিনি” কি ভাবছেন বন্ধুরা আজকে নিউজ সুপার প্রথমেই এরকম কথা কেন লিখছে?
আসলে ব্যাপারটা কি জানেন,পথিকৃৎ বসুর ছবি ‘কে তুমি নন্দিনী’ মুক্তি পাচ্ছে এপ্রিলেই।ছবির চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ।
ছবির অভিনয়ে রয়েছেন বনি সেনগুপ্ত।বিপরীতে আছে রূপসা মুখোপাধ্যায়।এছাড়াও দেখা যাবে অপরাজিতা আঢ্য,সায়নী ঘোষ।
সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অম্লান চক্রবর্তী।
গত ছয়মাস ধরে এই চিত্রনাট্যর কাজ চলছে।আসলে ছবিটা একটি নেপথ্যে প্রেমের কাহিনী আছে।গল্পের শুরুতে কৃষ্ণনগরে বনির সাথে রূপসার দেখা হয়,তারপর প্রেম যদিও বনির চরিত্রের নেপথ্যেও এক কাহিনী আছে।
কিন্তু সব যদি আমরা বলে দিই তবে সাসপেন্স থাকবে না তো?
তাই বইটি হলে গিয়ে দেখলেই বুঝবেন কি কাহিনী তে মোড়া এই ভালোবাসার বইটি।
আর হ্যাঁ সঙ্গে দেখতে ভুলবেননা ‘নিউজ সুপার সব খবর সবার খবর’।