নিউজসুপার,তানিয়া কুন্ডু:কথায় আছে মানুষের মধ্যেই বিরাজ করেন ভগবান।সেই কথাটি আবারো প্রমাণিত হল।কলকাতার মল্লিকবাজারে “মাহিরা স্পোর্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ” এর উদ্যোগে প্রতিদিন ঠিক দুপুর ১ ঘটিকা থেকে শুরু করে ২ ঘটিকার মধ্যে প্রায় ১০০থেকে ২০০ মানুষকে খাওয়ার বিতরণ করা হয়।
আপনারা জানলে অবাক হবেন ,মাত্র ১০টাকার বিনিময়ে প্রতিদিন খাওয়ার বিতরণ করা হয় এই অর্গানাইজেশনের পক্ষ থেকে।খাওয়ারের মেনুতে থাকে ডাল, ভাত,মিশালি সবজির তরকারি,আচার মাঝে মাঝে আমিষ রান্নাও দেওয়া হয়।
তাহলে ভাবুন বর্তমান ইঁদুর দৌড়ের যুগে দাঁড়িয়ে এরকম একটি উদ্যোগ সত্যিই অভাবনীয়।
আর এই আহার সকল মানুষই মাত্র ১০টাকার বিনিময়ে গ্রহণ করতে পারে কোনো ভেদাভেদ নেই।মাহিরার এই উদ্যোগ কে সকল মানুষ সাধুবাদ জানায় এবং মানুষ খুবই সন্তুষ্ট এই আহার পেয়ে।আমাদের নিউজ সুপারও এই উদ্যোগকে সাধুবাদ জানায় পাশাপাশি কিছু দুঃস্থ মানুষের ক্ষুধা মেটানোর প্রয়াসকে আরো সাফল্য মন্ডিত করে তোলার শুভকামনা জানায়।