নিউজসুপার, তানিয়া কুন্ডু:সকলকে বিদায় জানিয়ে এই লোক থেকে পরলোকে গমন করলেন বীণাপানী দেবী।মাতুয়া সম্প্রদায়ের অন্যতম নাম যিনি কিনা ফুসফুসের সংক্রমণের ব্যাধিতে আক্রান্ত হলে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি হলে তার শারীরিক অবস্থানের প্রতিটি আপডেট আমরা আমাদের নিউজ সুপার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি।
আজ রাত্রির ৮.৫০ থেকে ৮.৫৫ এর মধ্যে পিজিতে প্রথমে তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু পরে তাঁর ফুসফুসের সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ার দরুন তাকে আর বাঁচানো সম্ভবপর হয়ে ওঠেনি বলে সূত্রের খবর।
বীণাপানি দেবীর পরলোক গমনে সকল মহলেই শোকস্তব্ধর বাতাবরণ হয়ে পড়ে ইতিমধ্যেই।
বিনাপানী দেবীর আত্মার চিরশান্তি কামনায় আমাদের নিউজ সুপারের পক্ষ থেকেও রইল।